নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া : রোগীর আত্মীয়ের বিরুদ্ধে হাসপাতালে কর্তব্যরত এক নার্সকে হুমকি দেওয়ার অভিযোগে সরগরম পুরুলিয়া। বৃহস্পতিবার সন্ধ্যার ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে পুরুলিয়া সদর থানায়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুরুলিয়া সদর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম সঞ্জয় দশন্দি। বাড়ি পুরুলিয়া মফস্বল থানার ঘাঘরজুড়িতে। শুক্রবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে এক রোগী ভর্তি হয়। অভিযোগ , ওইসময় তার আত্মীয় সঞ্জয় এক নার্সকে হুমকি দেয়। ফলে আতঙ্কিত হয়ে পড়েন ওই সেবিকা। সঙ্গে সঙ্গে তারা সমগ্র বিষয়টি এমএসভিপিকে জানান। এই মর্মে তাঁর কাছে নার্সরা একটি লিখিত অভিযোগও জানান। এরপরেই মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ পুরুলিয়া সদর থানায় অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার সাথে সাথে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ।
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.
Post Comment