insta logo
Loading ...
×

নভেম্বরেই রেকর্ড শীত? কী বলছে হাওয়া অফিস?

নভেম্বরেই রেকর্ড শীত? কী বলছে হাওয়া অফিস?

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:

শীতের আগমনের ঘণ্টা যেন বাজিয়ে দিল পারদ পতনের দামামা। রবিবার পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এল ১২.১ ডিগ্রি সেলসিয়াসে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই এমন ঠান্ডা নামায় জেলা জুড়ে বইছে শীতের আমেজ। সর্বাধিক তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টিপাত হয়নি।

আবহাওয়াবিদদের মতে, প্রশান্ত মহাসাগরে সক্রিয় ‘লা নিনা’ প্রভাবের কারণে পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে, বিশেষত পুরুলিয়ায়, এবার শীতের দাপট আরও বেশি অনুভূত হবে। গত কয়েক দিনে জেলার পশ্চিম প্রান্তে পারদের ধারা ক্রমশ নীচের দিকে নামছে।

ডিসেম্বর-জানুয়ারিতে পুরুলিয়ায় পারদ ৬-৭ ডিগ্রির ঘরে নামা অস্বাভাবিক নয়। আবহাওয়া দফতর বলছে, এ বছরের পারিপার্শ্বিক অবস্থান ইঙ্গিত দিচ্ছে, ডিসেম্বরের আগেই কাঁপতে পারে জেলা। শীতপ্রেমীরা তাই এখন থেকেই উষ্ণ পোশাকের খোঁজে।

Post Comment