দেবীলাল মাহাত, আড়শা : রাবণ দহন ঘিরে জমজমাট আড়শা ব্লকের কুদাগাড়া গ্রাম। কুদাগাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির উদ্যোগে আয়োজন করা হয়েছিল রাবণ দহন উৎসবের। অন্যান্য বছরের মতো এবছরও রাবণ দহন দেখতে ভীড় জমান জেলার বিভিন্ন প্রান্তের কয়েক হাজার মানুষ। উৎসবে বিভিন্ন আতশবাজির প্রদর্শন চোখ টানে সকলের। বেশ কয়েক বছর ধরেই এখানকার রাবণ দহন উৎসব জেলার মধ্যে হয়ে উঠেছে নজরকাড়া। উদ্যোক্তাদের মধ্যে অঙ্গদ মাঝি,হিরালাল কুম্ভকার জানান যে তাদের এই রাবণ দহন অনুষ্ঠান কয়েক বছর ধরে হয়ে আসছে। শুভ শক্তির জয় ও অশুভ শক্তির বিনাশের কামনায় প্রথা মেনে এই উৎসব হয়ে থাকে। অকাল বোধনে দেবী দুর্গার আবাহন করে দশাননের সঙ্গে যুদ্ধে নেমেছিলেন রামচন্দ্র। রাবণ বধ হয় দশমীতে। দশমীর দিন থেকে বিভিন্ন জায়গায় ঘটা করে হয়ে থাকে রাবণ দহন উৎসব।আর এই রাবণ দহন উৎসবের মধ্য দিয়ে শেষ হয় বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা। এদিন প্রশাসনের তরফে মেলার ভিড় নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছিল।এদিন আড়শা স্টেডিয়াম মাঠেও ঘটা করে রাবণ দহন উৎসব অনুষ্ঠিত হয়।
Post Comment