নিজস্ব প্রতিনিধি, বরাবাজার: উচ্চমাধ্যমিক স্তরে কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দিল উত্তরণ নামে একটি সংস্থা। ফি বছরের মত এবারও বরাবাজার ব্লকের সিন্দরির উত্তরন কোচিং সেন্টার ওই দুই পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি পুরুলিয়া রত্ন সম্মান প্রদান করে। পুরুলিয়া রত্ন রৌপ্য পদকে সম্মানিত করা হয় এই জেলার প্রখ্যাত লোকশিল্পী আড়বাঁশি বাদক বিমল
কুমারকে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর প্রাপকদেরকে উত্তরণ রৌপ্য পদকে সম্মান জানায়। এই সম্মান প্রদান করা হয় মাধ্যমিকে গৌরাঙ্গ মাহাতো ও উচ্চ মাধ্যমিকে শ্যামলী মাহাতোকে। এই অনুষ্ঠানে ছিলেন কবি ও সাহিত্যিক ড. খুরশিদ আলম, জাতীয় শিক্ষক শরৎচন্দ্র প্রামাণিক, শিক্ষক ও সাহিত্যিক খগেন দাস, কবি ও সাহিত্যিক দয়াময় মাহান্তি, পুরুলিয়ার বিখ্যাত লোক শিল্পী শঙ্কর তন্তুবায়, সিন্দরি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ মাহাতো প্রমুখ।
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.
Post Comment