insta logo
Loading ...

মকরে রথ! হাঁড়ি চড়ে না বরাবাজারে

মকরে রথ! হাঁড়ি চড়ে না বরাবাজারে

সঞ্জয় চৌধুরী, বরাবাজার :

মকরে রথ! ব্যতিক্রমী পরম্পরা ধরে রেখেছে বরাবাজার। পুরুলিয়া জেলায় বরাবাজারে পৌষ সংক্রান্তির দিন পুণ্য লগ্নে বরাভূম রাজবাটি থেকে শ্রী শ্রী রাধা বৃন্দাবন চাঁদকে রথে চাপিয়ে নিয়ে যাওয়া হয় বরাবাজার সুগনিবাসার জঙ্গলে। বনের মাঝে রয়েছে মন্দির। সেখানে রাধা বৃন্দাবন চাঁদকে রেখে হয় পূজার্চনা। পুজোর পর বিতরিত হয় মহাপ্রসাদ খিচুড়ি। এদিন বরাবাজারের কোন বাড়িতেই হাঁড়ি চড়ে না। বনের মাঝেই শ্রী শ্রী রাধা বৃন্দাবন চাঁদের মহাপ্রসাদ গ্রহণ করেন সকলে। ‌ এক কথায় বলতে গেলে বনভোজন।

রাজা নেই , রাজার রাজত্ব নেই কিন্তু পরম্পরা মেনে এখনো হয়ে আসছে বনের মাঝে শ্রী শ্রী রাধা বৃন্দাবন চাঁদের বনভোজন উৎসব। এদিন বনের মাঝে বসে মেলা। মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়‌ এই দিন বনের মাঝে। অপ্রতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী।

Post Comment