অমরেশ দত্ত, পুঞ্চা:
বিরল প্রজাতির শকুন উদ্ধার পুঞ্চা থেকে। শুক্রবার পুঞ্চা বাজার এলাকা থেকে উদ্ধার হল বিরল প্রজাতির এই ইন্ডিয়ান ভালচার বা ভারতীয় শকুন।শুক্রবার সকালে এলাকার বাসিন্দারা একটি ভাঙ্গা বাড়িতে শকুনটিকে দেখতে পায়। বনদপ্তরে খবর দেওয়া হলে সেখানকার কর্মীরা এসে শকুনটিকে উদ্ধার করে নিয়ে যান।পুঞ্চা বনদপ্তরের পক্ষ থেকে জানা যায়, শকুনটি অসুস্থ। চিকিৎসার জন্য শকুনটিকে পুরুলিয়ার ‘মিনি জু’তে পাঠানো হয়েছে।
Post Comment