নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:
পুরুলিয়ার পুঞ্চা থানার ভরতডি গ্রামে বৃহস্পতিবার দুপুরে হঠাৎই দেখা মেলে একটি বিরল প্রজাতির বিশাল অজগরের। গৃহস্থের বাড়ির একেবারে পাশেই ৮ ফুট লম্বা ওই অজগরটিকে দেখে প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। মুহূর্তেই এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।
অবস্থা বেগতিক দেখে গ্রামবাসীরা খবর দেন বন দফতরে। খবর পাওয়ার সাথে সাথেই বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান। নিরাপদে ধরা হয় বৃহদাকার সাপটিকে। পরবর্তী সময়ে সাপটিকে নিয়ে গিয়ে নিকটবর্তী জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।





Post Comment