insta logo
Loading ...

বাঘের পর বাঘের মাসি!বাংলায় প্রথম বিরল মরিচা বিড়াল পুরুলিয়ার জঙ্গলে

বাঘের পর বাঘের মাসি!বাংলায় প্রথম বিরল মরিচা বিড়াল পুরুলিয়ার জঙ্গলে

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া :

বাঘ ছিল। এলো ‘বাঘের মাসি’ বিড়ালও। এ বেড়াল আম জনতার পোষ্য ম্যাও পুষি নয়, বিশ্বের সবচেয়ে ছোটো বেড়াল। বিরল এবং বিপন্ন মরিচা দাগযুক্ত বিড়াল (বৈজ্ঞানিক নাম : প্ৰিয়নাইলুরাস রুবিগিনোসাস) রাস্টি-স্পটেড ক্যাটের হদিশ এই প্রথম বাংলায় মিললো। গত সপ্তাহে পুরুলিয়া বনবিভাগের কোটশিলা বনাঞ্চলের সিমনি বিটের জঙ্গলে বনদপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে এই বিরল ও বিপন্ন প্রজাতির এই বিড়ালের ছবি।

বুধবার বিষয়টি প্রকাশ্যে আনে পুরুলিয়া বনবিভাগ। রাজ্যের প্রধান মুখ্য বনপাল তথা চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন দেবল রায় বলেন, ” আন্তর্জাতিক প্রাকৃতিক সংরক্ষণ সংস্থা এই বন্যপ্রাণকে প্রায় ‘বিপন্ন প্রজাতি’ হিসাবে ঘোষণা করেছে। ভারতের কয়েকটি জায়গায় এই বন্যপ্রাণ দেখা গেলেও মূলত শ্রীলঙ্কা ও নেপালে এই বিড়ালের দেখা মেলে।এবার সেখানেই নয়া সংযোজন পুরুলিয়া। “

পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, “পুরুলিয়ার বনাঞ্চল কতখানি সমৃদ্ধ তা আবারও প্রমাণ করে দিল এই বন্যপ্রাণীর উপস্থিতি। রয়্যাল বেঙ্গল টাইগার, ভল্লুক, লেপার্ড, হায়না, নেকড়ে, হরিণ, হানি বাজারের সঙ্গে বিশ্বের সবচেয়ে ছোট বিড়ালও এবার পুরুলিয়ায় রয়েছে। পুরুলিয়া বনাঞ্চল বন্যপ্রাণের কাছে পছন্দের হয়ে উঠছে তা আর বলার অপেক্ষা রাখে না।

বন্যপ্রাণের বৈচিত্র‍্যে উত্তর বঙ্গের সঙ্গে রীতিমতো পাল্লা দিচ্ছে দক্ষিণ বঙ্গের বনাঞ্চল। এ বিষয়ে পুরুলিয়া বনবিভাগের সঙ্গে বন্যপ্রাণ নিয়ে কাজ করা হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যালায়েন্স লিগ বা ‘হিল’ সম্পাদক শুভ্রজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, খুবই বিরল প্রজাতির এই বেড়াল। এই বিড়ালের ছবি তুলতে বন্যপ্রাণপ্রেমীরা বহু টাকা খরচ করে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশে যান। অথচ বাংলাতেই এই বন্যপ্রাণ রয়েছে। এই সংস্থাটির লাগানো ট্র‍্যাপ ক্যামেরায় ধরা পড়েছে মরিচা বেড়ালের ছবি।

পুরুলিয়া বনবিভাগ সূত্রে জানা গিয়েছে, মরিচা- দাগ যুক্ত বিড়াল পূর্ণবয়স্ক বিড়ালের আকৃতির চেয়ে অনেকটাই ছোট হয় । পূর্ণবয়স্ক বিড়ালের ওজন যেখানে ৪-৫ কেজি সেখানে তার ওজন দেড় থেকে দু’কিলো। লম্বা মাত্র ২ ফুট। পুরুলিয়া বনবিভাগের আবেদন, পুরুলিয়ার জঙ্গলমহলের জীব বৈচিত্র্যকে আরও বাড়াতে আগুন এবং প্লাস্টিককে যে কোন উপায়ে বর্জন করতেই হবে।

ছোটো হলেও এই বেড়াল খুবই হিংস্র প্রজাতির। খুঙ্খার। বড় প্রাণীর ওপরেও সে হামলা করে। ছাগল ও কুকুর ছানার ওপর হামলা করার উদাহরণ রয়েছে। কোটশিলা বনাঞ্চলের সিমনি ছাড়াও অযোধ্যা পাহাড় রেঞ্জেও এই বন্যপ্রাণের চিহ্ন পেয়েছে পুরুলিয়া বনবিভাগ। আর এর থেকে আবারো প্রমাণিত পুরুলিয়া বনাঞ্চল বন্য জীবজন্তুদের কাছে পছন্দের হয়ে উঠছে।

ছবি : সৌজন্য পুরুলিয়া বন বিভাগ।

Post Comment