নিজস্ব প্রতিনিধি , মানবাজার : এক বিধবা মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এক তরুণের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে কেন্দা থানার পুলিশ। মঙ্গলবার রাতে পুরুলিয়ার টামনা থানার সুন্দরাডি গ্রামের বাসিন্দা ওই অভিযুক্ত প্রসেনজিৎ মাঝিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে কেন্দা থানার পুলিশ। বুধবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে ধৃতের ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ হয়। অন্যদিকে এদিনই নির্যাতিতার ডাক্তারি পরীক্ষার হওয়ার পর তিনি আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দী দেন। বছর ২৫-এর ওই মহিলার মহিলার অভিযোগ, অভিযুক্ত ওই তরুণ প্রায়দিনই তাকে উত্যক্ত করত। তবে তিনি লোকলজ্জায় মুখ বন্ধ করে ছিলেন। এর পর গত ২৮-শে অক্টোবর রাতে অভিযুক্ত তরুণ একাকীত্বের সুযোগ নিয়ে নির্যাতিতার বাড়িতে আচমকা প্রবেশ করে। তার পর জোরপূর্বক ওই মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন নির্যাতিতা। ঘটনার তদন্ত করছে পুলিশ। দোষীর উপযুক্ত শাস্তির দাবি করেছেন নির্যাতিতা।
Post Comment