অমরেশ দত্ত, মানবাজার :
সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়ে দিশেহারা ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা। প্রতিবাদে পথে নামল তৃণমূল ছাত্র-যুব সংগঠন। শুক্রবার মানবাজার ১-নং ব্লক তৃণমূল কংগ্রেস ছাত্র-যুব কমিটির উদ্যোগে ধিক্কার মিছিলটি মানবাজার পোস্ট অফিস মোড়ে শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে। এই মিছিলে বাম-বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল ছাত্র-যুব সংগঠন। চাকরি বাতিল হলো রাম-বাম চক্রান্ত। এমন অভিযোগ তুলে স্লোগান দেন তৃণমূল নেতা কর্মীরা।
মানবাজার ১নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব সিংহ বলেন, ” চাকরি হারা শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষকদের পাশে আছে তৃণমূল কংগ্রেসও। মানবাজার ১-নং ব্লক যুব তৃণমূল কংগ্রেস সহ সভাপতি নবকিশোর প্রামানিক বলেন, “যাঁদের চাকরি গিয়েছে তারা যেন হতাশ হয়ে না পড়েন। তাদের পাশে তৃণমূল কংগ্রেস রয়েছে। “
Post Comment