অমরেশ দত্ত, কেন্দা:
সুষ্ঠু ভাবে আয়োজন করতে হবে রামনবমী। এই বার্তা নিয়ে বৃহস্পতিবার কেন্দা থানার কেন্দা কমিউনিটি হলে বিশেষ বৈঠক আয়োজিত হয়। এলাকায় যাতে কোন ধরনের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত না হয় সেই লক্ষ্যেই কেন্দা থানার ব্যবস্থাপনায় আয়োজিত হয় বৈঠক। অংশ নিয়েছিলেন রামনবমী মেলা কমিটি’র কর্মকর্তারা। উপস্থিত ছিলেন মানবাজারের এসডিপিও বরুন বৈদ্য, সি আই সিদ্ধার্থ ঘোষ, কেন্দা থানার ওসি শুভজিৎ নন্দী সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। ছিলেন এলাকার গুণীজন ও কমিটির কর্মকর্তারা।









Post Comment