নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
প্রখর দাবদাহে জেলা যখন তপ্ত তাওয়ায় রুটি সেঁকা হচ্ছে, যখন তাপপ্রবাহ প্রাণ কাড়ছে মানুষের, তখন শনিবার জেলার বিভিন্ন প্রান্তে কালবৈশাখীর স্বস্তির বৃষ্টি কিছুটা হলেও জ্বালাপোড়া থেকে রেহাই দিল৷ এদিন বিকেলে মানবাজার মহকুমার বেশ কিছু অঞ্চলে ঝড়-বৃষ্টি হয়েছে। শিলা বৃষ্টিও হয়েছে কোথাও কোথাও। পুঞ্চাতে হয়েছে শিলা বৃষ্টি।
গতকাল অর্থাৎ শুক্রবার পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ কিছুটা কম। আজ শনিবার পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস। সকাল ১০টাতেই অবস্থা এমন দাঁড়ায় যে ঘর থেকে বার হওয়া দায়। লু’র দাপট জেলা জুড়ে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, রবিবার থেকে কালবৈশাখির দাপট কিছুটা হলেও তাপপ্রবাহকে রুখে দেবে।জেলার বেশ কিছু অঞ্চলে ২৬ থেকে ৩০ তারিখ অবধি বজ্র বৃষ্টি ঝড়ের পূর্বাভাস রয়েছে।
Post Comment