
সুজয় দত্ত:
কবিগুরু লিখেছিলেন, গানে গানে তব বন্ধন যাক টুটে। সেই বন্ধন মুক্তির দিশা দেখালো দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশন। ইন্টার ডিভিশনাল সংগীত প্রতিযোগিতার আসর ছিল সেই মুক্তির মহামন্ত্র। আজ সোমবার আদ্রা দক্ষিণ-পূর্ব রেলওয়ে মিক্সড হায়ার সেকেন্ডারি স্কুলের ১ নং ক্যাম্পাসে আয়োজিত হয় প্রতিযোগিতাটি। অনুষ্ঠানের উদ্বোধন করেন আদ্রার ডি আর এম সুমিত নারুলা। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ পার্সোনাল অফিসার মহুয়া বর্মা। তাঁদের বক্তব্যে উপস্থিত শিল্পীদের প্রতিভার প্রশংসা করে এই ধরনের আয়োজন সাংস্কৃতিক উন্নয়নের একটি মাধ্যম বলে তাঁরা উল্লেখ করেন। ভারতীয় ধ্রুপদী কণ্ঠ সংগীত বিভাগে প্রথম হয়েছেন ইমন বিশ্বাস। দ্বিতীয় হয়েছেন মান্যতা দাস। তৃতীয় হয়েছেন বি. প্রশান্ত। লঘু কণ্ঠ সংগীত বিভাগেও প্রথম হয়েছেন ইমন বিশ্বাস। এই বিভাগে দ্বিতীয় ও তৃতীয় বি. প্রশান্ত ও গার্গী মাহাতো। অন্যদিকে ভারতীয় ধ্রুপদী যন্ত্র সংগীত বিভাগে ও লঘু যন্ত্র সংগীত বিভাগে প্রথম হয়েছেন নিখিল চট্টোপাধ্যায়। ভারতীয় ধ্রুপদী যন্ত্র সংগীত বিভাগে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন স্বরজিৎ গোপাল গুহ ও দীপ্তাংশু চ্যাটার্জি। লঘু যন্ত্র সংগীত বিভাগে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন স্বরজিৎ গোপাল গুহ ও শ্রেয়ান দে।

অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য উপস্থিত দর্শকরা আয়োজক কমিটির প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তাঁদের কথায়, এই প্রতিযোগিতা শুধু রেলওয়ে কর্মচারীদের সাংস্কৃতিক উন্নয়নের একটি মঞ্চ নয়, বরং তাদের প্রতিভা উন্মোচনের একটি চমৎকার সুযোগ।











Post Comment