insta logo
Loading ...
×

যাত্রীদের দীর্ঘদিনের দাবি মানল রেল,এলো সুখবর

যাত্রীদের দীর্ঘদিনের দাবি মানল রেল,এলো সুখবর

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া : যাত্রীদের দীর্ঘদিনের দাবি মানল রেল,এলো সুখবর। বদলে গেল হাওড়া-চক্রধরপুর-বোকারো স্টিল সিটি এক্সপ্রেসের (ভায়া আদ্রা) হাওড়া থেকে ছাড়ার সময়। দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশন জানিয়েছে, নতুন সময়সূচি অনুযায়ী, এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে রাত ১১-৩৫ নাগাদ। এই ট্রেনটি দীর্ঘদিন ধরে হাওড়া থেকে রওনা দিত রাত ১২-০৫ এ। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে এই নতুন সময়সূচি মেনে ট্রেনটি চলবে বলে রেল জানিয়েছে। অনেক আগে এই ট্রেনটির হাওড়া থেকে ছাড়ার সময় ছিল রাত ১১-০৫। করোনা কাল পার করে ট্রেনটির হাওড়া থেকে ছাড়ার সময় পরিবর্তন করা হয়। পরিবর্তিত সময় হয় রাত্রি ১২-০৫।

ট্রেনটির সময় পরিবর্তনে খুশি যাত্রীরা। পুরুলিয়ার একটি সংগঠনের মুখপাত্র তুষার অবস্তি বলেন, “হাওড়া থেকে ট্রেনটি ছাড়ার সময় রাত ১২-০৫ নাগাদ করে দেওয়ার ফলে আসন সংরক্ষণের সময় অনেকে বিভ্রান্ত হতেন। কারণ রাত ১২-০৫ মানে তারিখ বদলে যায়। অনেকে তা খেয়াল না রাখায় চরম সমস্যা হতো। তাই এই সমস্যা দূর করতে আমরা দক্ষিণ- পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের কাছে ট্রেনটির হাওড়া থেকে ছাড়ার সময় যাতে কিছুটা এগিয়ে আনা যায়, সেই অনুরোধ করেছিলাম। তিনি আমাদের অনুরোধে সাড়া দেওয়ায় এ বার সমস্যা দূর হবে।”

Post Comment