নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া:
কোথাও বাড়িতে ,কোথাও গুমটি বা ঠেকে এমনকি হোটেলেও হানা। শয়ে শয়ে মদের বোতল উদ্ধার। তাও একেবারে ভর্তি ভর্তি। তবে সবই বেআইনি। মঙ্গলবার জেলা পুলিশ সুপারের নির্দেশে সারা দিন ধরে জেলা জুড়ে বেআইনি মদের বিরুদ্ধে অভিযানে ১২টি থানা এলাকা থেকে ৮২ লিটার চোলাই, ১২৩ বোতল দেশি মদ ও ১২ বোতল বিয়ার বাজেয়াপ্ত করেছে পুলিশ । গ্রেফতার ১৪ জন বেআইনি মদের কারবারি।
বুধবার ধৃতদের মধ্যে ১২ জনকে পুরুলিয়া জেলা আদালত ও ৩ জনকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজত হয়।
পুলিশের লাগাতার অভিযানে চোলাই মদের কারবার খানিকটা কমানো গেলেও জেলা জুড়ে ছড়িয়ে পড়া দেশি মদের বেআইনি কারবার চিন্তায় ফেলছে পুলিশকে। কারণ সরকারি অনুমোদিত দোকান থেকেই তো ওই দেশি মদ নিয়ে এসে অতিরিক্ত লাভের জন্য যেখানে সেখানে ব্যবসা ফেঁদে বসেছে এক শ্রেণীর অসাধু কারবারি। এখানে প্রশ্ন উঠছে কীভাবে সরকারি অনুমোদিত দোকান থেকে এত বিপুল পরিমাণ মদ এক জন ব্যক্তিকে বিক্রি করা হচ্ছে? বিষয়টি কেন আবগারি দফতরের নজরে পড়ছে না?
Post Comment