নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
জেলা জুড়ে বেআইনি মদের বিরুদ্ধে অভিযান। অভিযান চালিয়ে ৭ জন কারবারিকে পাকড়াও করল পুলিশ। সোমবার রাতে পুরুলিয়ার ৭ টি থানা এলাকায় বেআইনি মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে উদ্ধার ১৩২ বোতল দেশি মদ। মঙ্গলবার ধৃতদের দু-জনকে পুরুলিয়া জেলা আদালত এবং বাকি পাঁচ জনকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার রঘুনাথপুর, আদ্রা,নিতুড়িয়া, সাঁতুড়ি, পাড়া, বলরামপুর ও পুরুলিয়া মফস্বল থানার পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালায়। বিভিন্ন ঠেকে হানা দিয়ে ওই বিপুল পরিমাণ মদ উদ্ধার করে পুলিশ।
Post Comment