নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর :
আর গুপ্ত রইল না সে। রঘুনাথপুর থানার পুলিশের হাতে ধরা পড়ল রঘুনাথ গুপ্ত।
২২ মার্চ গোপন সূত্রে খবর পেয়ে নতুনডি লেবেল ক্রশিংয়ের কাছে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চার জনকে গ্রেফতার করে রঘুনাথপুর থানার পুলিশ। উদ্ধার হয়ে বেশ কিছু অস্ত্র ও সরঞ্জাম। ওই ঘটনায় বেশ কয়েকজন পালিয়ে যায়। তাদের মধ্যে রঘুনাথ একজন ছিল বলে পুলিশের দাবি।
ধৃত রঘুনাথ গুপ্তর বাড়ি রঘুনাথপুর পুর শহরের ১০ নম্বর ওয়ার্ডের নন্দুয়াড়া এলাকায়। রবিবার ধৃতকে রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়।
Post Comment