নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
সপ্তম শ্রেণীর কয়েকজন ছাত্রকে মারধরের অভিযোগ। নবম শ্রেণীর তিন ছাত্রকে বরখাস্ত করলো স্কুল। ঘটনা পুরুলিয়ার জওহর নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ে। জেলার খ্যাতনামা বিদ্যালয়টির কর্তৃপক্ষ ঘটনার কথা স্বীকার করলেও সংবাদ মাধ্যমে কোনরকম মন্তব্য করা থেকে বিরত থেকেছেন।
রবিবার বিদ্যালয়ের প্রবেশদ্বারের সামনে প্রহৃত ছাত্রদের পরিবারের লোকজন ব্যাপক বিক্ষোভ দেখান। সারা দেশে কেন্দ্র সরকার প্রতি জেলায় একটি করে জওহর নবোদয় বিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছে গ্রামীণ এলাকার প্রতিভাবান ছাত্রছাত্রীদের আরও ভালোভাবে লালিত করার জন্য। সম্পূর্ণ সরকারি এই শিক্ষায়তনে পড়ার সুযোগ পাওয়ার জন্য লটারি নয়, প্রবেশিকা পরীক্ষা ব্যবস্থা বর্তমান। কেন্দ্রীয় শিক্ষায়তনগুলির মধ্যে পুরুলিয়া জওহর নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ের যথেষ্ট সুনাম রয়েছে। ফলে সেখানে এমন ঘটনা স্তম্ভিত করে দিয়েছে অভিভাবকদের।
অভিভাবকরা জানাচ্ছেন, সপ্তম শ্রেণীর মোট সাতজন ছাত্র তাদেরই স্কুলের সিনিয়র ছাত্রদের হাতে নির্যাতিত হয়েছে। অভিযোগ পাওয়ার পরেই তদন্ত করেন কর্তৃপক্ষ। আর তারপর নবম শ্রেণীর অভিযুক্ত তিন পড়ুয়াকে বরখাস্ত করা হয়।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। পুরুলিয়া জওহর নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রাবাসে নীলগিরি হাউসে নবম শ্রেণী ও সপ্তম শ্রেণীর ছাত্রদের মধ্যে তর্কবিতর্ক হয়েছিল।
তারপরই নবম শ্রেণীর তিন ছাত্র সপ্তম শ্রেণীর কয়েকজনকে পেটায় বলে অভিযোগ। নির্যাতিত পড়ুয়ারা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায়। তারপর খোঁজ খবর নেন স্কুল কর্তৃপক্ষ। রবিবার তাঁরা
অভিভাবকদের নিয়ে বৈঠক করেন। ঘটনার কথা জানাজানি হয়ে যায়। নবম শ্রেণীর অভিযুক্ত তিন ছাত্রকে বরখাস্ত করা হয়। বিদ্যালয় সূত্রে জানা গেছে অভিযুক্ত পড়ুয়াদের তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
ছবি : ইন্টারনেট
Post Comment