নিজস্ব প্রতিনিধি, হুড়া:
অতিকায় অজগর উদ্ধার। মঙ্গলবার দুপুরে পুরুলিয়ার কংসাবতী উত্তর বনবিভাগের হুড়া রেঞ্জের আমচাতর গ্রামে উদ্ধার হয়েছে অজগরটি। গ্রামের পাশে ওই সাপটিকে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বন কর্মীরা সেখানে পৌঁছান। ৯ ফুট লম্বা প্রায় ১৬ কেজি ওজনের ওই সাপটিকে উদ্ধার করা হয়। নির্দিষ্ট সময় পর্যন্ত পর্যবেক্ষণে রাখার পর ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হয় অজগরটিকে।
Post Comment