insta logo
Loading ...
×

অজগর উদ্ধার হল বলরামপুরে

অজগর উদ্ধার হল বলরামপুরে

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর: অজগর উদ্ধার হল বলরামপুরের নামশোল এলাকা থেকে। শনিবার দুপুরের দিকে চাষের জমিতে ওই অজগর দেখতে পান স্থানীয় মানুষজন। সঙ্গে সঙ্গে তারা বনদপ্তরে খবর দেন । অজগরটির ওজন প্রায় ১৮ কেজি। দৈর্ঘ্য ৯ ফুট। রাতের বেলায় ওই অজগরকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

Post Comment