নিজস্ব প্রতিনিধি, পুঞ্চা:
চাল কলের গোদাম থেকে অতিকায় অজগর উদ্ধার করল বন দফতরে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে পুরুলিয়ার কংসাবতী উত্তর বন বিভাগের পুঞ্চা রেঞ্জের ধাদকি মোড়ে। বন দফতর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অজগরটির ওজন প্রায় দশ কেজি। সেটি ৮ ফুট লম্বা। অজগর সাপটি ঘাপটি মেরে বসেছিল রাইস মিলের গোডাউনে। রাইস মিলের কর্মীরা বিশালাকৃতির ওই সাপটিকে দেখতে পেয়ে বন দফতরে জানিয়ে দেন। এর পরেই বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধার করা হয় অজগরটিকে। তারপর জঙ্গলে সেটিকে ছেড়ে দেন বন দফতরের কর্মীরা।
Post Comment