সঞ্জয় চৌধুরি, বরাবাজার : হাঁস খোঁয়াড় খুলতেই চমকে উঠেছিলেন গৃহকর্তা মন্টু সিংহ মল্ল। চোখে পড়ে পেল্লাই সাইজের ময়াল! কিন্তু হাঁস গুলো গেল কোথায়? তিনটি হাঁস যে বেমালুম উধাও। তবে কিছুক্ষণের মধ্যেই তার বুঝে নিতে অসুবিধে হলো না ওই হাঁস সাবাড় করে দিয়েছে ওই ময়াল। পাশে মৃত অবস্থায় পড়ে রয়েছে আরও দুটি হাঁস। কিন্তু হাঁস খোঁয়াড়ে কিভাবে ঢুকলো ওই ময়ালটি? তবে একটুও দেরি না করে তিনি সঙ্গে সঙ্গে বনদপ্তরে খবর দেন। বৃহস্পতিবার
সাতসকালে এমন ছবি ধরা পড়ে বরাবাজারের রাজাপাড়ায়। বরাবাজার বনাঞ্চলের সিন্দরি বিট অফিসার কমল কৃষ্ণ বলেন, “ময়ালটি লম্বায় প্রায় ৮ ফুট। ওজন ২০ কেজির কাছাকাছি। আমরা খবর পাওয়া মাত্রই ময়ালটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দিই।” ওই ময়ালটিকে বরাবাজারের শুগনিবাসার জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে বনদপ্তর জানিয়েছে।
সাতসকালে এই ময়ালের খবর চাউর হতেই এলাকায় ভিড় জমে যায়। উৎসাহী মানুষজন এতটাই চিৎকার- চেঁচামেচি করতে থাকেন যে স্ন্যাক ক্যাচার দিয়ে সাপ উদ্ধার করতে কিছুটা বেগ পেতে হয় বন কর্মীদের। তার মধ্যেও তৎপরতার সঙ্গে ওই সাপটিকে নিজেদের হেফাজতে নেয় বনদপ্তর। তারপর জঙ্গলে ছেড়ে দেয়। ওই গৃহকর্তা মন্টু সিংহ মল্ল বলেন, “খোঁয়াড় খুলতেই দেখি ময়াল। আমি দেখেই চমকে উঠেছি। মোট ৫ টি হাঁস ছিল ওই খোঁয়াড়ে। সাপ টা তিনটি হাঁস খেয়ে নেয়। দুটিকে মেরে ফেলে। সেগুলো মৃত অবস্থায় উদ্ধার হয়।” এই বর্ষার মরশুমে সমগ্র জেলা জুড়েই একের পর সাপ উদ্ধার করছে বনদফতর।
Post Comment