insta logo
Loading ...
×

গাছের মগডালে অজগর! চাঞ্চল্য ছড়ালো এলাকায়

গাছের মগডালে অজগর! চাঞ্চল্য ছড়ালো এলাকায়

নিজস্ব প্রতিনিধি, মানবাজার ও আড়শা:

শীত পড়লেই নাকি সাপেরা শীত ঘুমে চলে যায়, তাই বলে কি গাছের মগ ডালে ওঠে ! তেমনই ঘটনা হতবাক করল এলাকাবাসীকে। একট নয়, শুক্রবার জেলার তিনটি এলাকায় চারটা অজগর উদ্ধার।

প্রথমটি কংসাবতী দক্ষিণ বন বিভাগের মনবাজার ১ নং রেঞ্জে। ওই রেঞ্জেই দ্বিতীয়টি উদ্ধার হয়। আরেকটি উদ্ধার হয় পুরুলিয়া বন বিভাগের আড়শা রেঞ্জের স্কুলে। তাও আবার একটি নয়, এক জোড়া। রীতিমতো জেসিবি এনে পাথর সরিয়ে বিশালাকায় দুটি রক পাইথন উদ্ধার করে বন দফতর

গাছের মগডালে অজগর! এমন বিরল দৃশ্য দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পুরুলিয়ার মানবাজার ১ নং ব্লকের বাসুডি গ্রামে। শুক্রবার দুপুরে বাসুডি মোড় সংলগ্ন মানবাজার–পায়রাচালি রাজ্য সড়কের পাশে বড় একটি গাছের ডালে অজগরটিকে প্রথমে দেখতে পান কয়েকজন স্থানীয় বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা মালতি মান্ডি বলেন, “দূর থেকেই বোঝা যাচ্ছিল এটি সাধারণ সাপ নয়। লম্বা ও মোটা গড়নের। সেই কারণে সন্দেহ হয়— এটি অজগরই হবে। মুহূর্তে ভিড় জমে যায় এলাকায়। দোকানদার থেকে পথচারী— সবাই ছুটে আসেন ঘটনাস্থলে।”

খবর পেয়ে দ্রুত পৌঁছে যায় মানবাজার ১ নং রেঞ্জের বনদপ্তরের কর্মীরা। তারা গাছের মগডাল থেকে অজগরটিকে সাবধানে নামিয়ে আনেন।

অন্যদিকে লোকালয়ে চলে আসা দুটি অজগর সাপকে উদ্ধার করলেন আড়শা বনদপ্তরের কর্মীরা। শুক্রবার আড়শা থানার রাহেরডিহ মডেল ইন্টিগ্রেটেড হাইস্কুল এলাকা থেকে সাপ দুটিকে উদ্ধার করা হয় ।
স্থানীয় বাসিন্দারা এদিন বিশাল অজগর সাপ দুটি দেখতে পেয়ে খবর দেন বনদপ্তরে। বনদপ্তরের কর্মীরা এসে সাপ দুটিকে উদ্ধার করে নিয়ে যান। সাপ দুটি যথাক্রমে ৯ ফুট,ওজন ১৩কেজি ও ১২ফুট ,ওজন ১৬কেজি ছিল বলে জানান বনদপ্তরের কর্মীরা। পরে তাদের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

Post Comment