insta logo
Loading ...
×

রুখামাটি থেকে রাজধানী,দেশের শিক্ষা কাঠামো গড়বেন পুরুলিয়ার শিক্ষক

রুখামাটি থেকে রাজধানী,দেশের শিক্ষা কাঠামো গড়বেন পুরুলিয়ার শিক্ষক

অমরেশ দত্ত, মানবাজার:

প্রান্তিক পুরুলিয়া জেলা থেকে এই প্রথমবার কোন শিক্ষককে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন সংস্থায় মেন্টর হিসেবে নিয়োগ করা হলো। পুরুলিয়ার মানবাজারের প্রখ্যাত গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অমিতাভ মিশ্র যোগ দিলেন এই পদে।
সারা দেশের বেশ কয়েকজন শিক্ষক তথা শিক্ষাবিদকে মেন্টর হিসাবে নিয়োগ করল এনসিটিই।

মূলত দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই সমস্ত শিক্ষকদের অভিজ্ঞতা ও কর্মকান্ডগুলিকে দেশের নিরিখে প্রসারিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্থার আহ্বায়ক ড. দীনেশ চতুর্বেদি জানান, বিদ্যালয়ে শিশুবান্ধব পরিবেশ সৃষ্টি, আধুনিক পদ্ধতিতে পাঠদান, আই. সি. টি. ও আনন্দদায়ক পাঠদান, শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশ সাধনের জন্য নানান উদ্যোগ, বিদ্যালয়ের উদ্যোগে সমাজ উন্নয়নের কাজ ইত্যাদি বিষয়গুলি যাতে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে , তার জন্য এই মেন্টরদের কাজে লাগানো হচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে মেন্টর হিসাবে গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা জাতীয় শিক্ষক ও শিক্ষারত্ন অমিতাভ মিশ্রকে নিযুক্ত করা হয়েছে। অমিতাভ মিশ্র জানান যে, শিক্ষার সামগ্রিক উন্নয়নের জন্য এবং গোটা দেশ জুড়ে অসংখ্য ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য যাবতীয় সহযোগিতা করবেন।

Post Comment