insta logo
Loading ...
×

রাজ্য ক্রীড়ায় পুরুলিয়ার সাফল্য

রাজ্য ক্রীড়ায় পুরুলিয়ার সাফল্য

সুজয় দত্ত,পুরুলিয়া :

রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলোর ৪০ তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য পেলো পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়েরা। মেয়েদের ক বিভাগে ৭৫ মিটার দৌড়ে প্রথম হয়েছে জয়পুর চক্রের প্রত্যন্ত একদুয়ারা জুনিয়ার বেসিক স্কুলের ছাত্রী বর্ণালি সরেন। অন্যদিকে ছাত্রদের গ বিভাগে লং জাম্প ইভেন্টে তৃতীয় স্থান দখল করেছে বাঘমুণ্ডি ২ নং চক্রের রাঙামাটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র বিধান চন্দ্র গোপ।

পুরুলিয়া থেকে ক,খ ও গ এই তিনটি গ্রুপে মোট ৩১ জন কচিকাঁচা পশ্চিম মেদিনীপুরের শালবনিতে আয়োজিত রাজ্য ক্রীড়ায় অংশ নিতে গেছে। শুক্রবার ও শনিবার দুদিন ধরে শালবনিতে আয়োজিত হয় ৪০ তম রাজ্য ক্রীড়া। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আয়োজন করেছিল এই প্রতিযোগিতার। জেলা থেকে গিয়েছিলেন জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক প্রলয়েন্দু ভৌমিক, এ আই সুজয় বসু, টিম ম্যানেজার উত্তম দে, পূর্ণচন্দ্র মুদি, জেলা আহ্বায়ক বিমল কান্ত মাহাতো, প্রশিক্ষক বাসুদেব মাহাতো, শিক্ষিকা অনিমা মাহাতো, প্রমীলা মাহাতো, পূরবী মাহাতো, শিক্ষক রবীন্দ্রনাথ মণ্ডল, অমিত গাঙ্গুলি, সমীরণ মুখার্জি, প্রকাশ সিংদেও, বিপদতারণ মাহাতো, দিলীপ মন্ডল, প্রশান্ত মাহাতো, সুব্রত মাহাতো, বাসুদেব মাহাতো, নরেশ গঁরাই, চন্দন চক্রবর্তী প্রমুখ।

Post Comment