insta logo
Loading ...
×

জাতীয় দলে পুরুলিয়ার সীমা

জাতীয় দলে পুরুলিয়ার সীমা

বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া:

ক্রীড়া ক্ষেত্রে আবারও সাফল্য পুরুলিয়ার মেয়ের। বাংলা দলে স্থান পেলো পুরুলিয়ার খেলোয়াড়। জাতীয় স্তরে অনূর্ধ্ব ১৯ ফুটবল প্রতিযোগিতার জন্য বাংলা দলের সুযোগ পেল পুরুলিয়ার মাহালিতোরার মেয়ে সীমা মাহাতো। বর্তমানে সে বেলগুমা বিবেকানন্দ হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী। ১৮ বছর বয়সী সীমা মাহালিতোরা ফুটবল টিম এবং পুরুলিয়া জেলা মহিলা ফুটবল দলের নামি খেলোয়াড়। জেলা ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে খেলে হিসাবে অল্প বয়সেই সে সুনাম অর্জন করেছে। পুরুলিয়ার ছাত্রীর বাংলা দলের সুযোগ পাওয়ার খবরে স্বভাবতই উচ্ছ্বসিত পুরুলিয়ার ক্রীড়া মহল। পুরুলিয়া জেলা বিদ্যালয় পরিদর্শক মহুয়া বসাক ও জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শান্তিগোপাল মাহাতো বলেন, “আমরা আশা করছি এপ্রিল মাসে মণিপুরের অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ বালিকা ফুটবল প্রতিযোগিতায় সীমা জাতীয়স্তরে পুরুলিয়ার মুখ উজ্জ্বল করবে।”

Post Comment