বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া:
বেস্ট এমার্জিং তাইকোন্ডো প্লেয়ারের পুরস্কার পেয়েছেন। আর তারই সুবাদে দুবাইয়ে সন্মানিত হলেন পুরুলিয়া পুর শহরের মেয়ে পূর্ণাশা গোস্বামী।
পুরুলিয়া পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পূর্ণশা গোস্বামী বিশিষ্ট ভারতীয় টেনিস খেলোয়াড় সানিয়া মির্জার আমন্ত্রণে দুবাইয়ের ফেস্টিভ্যাল সিটিতে অংশ নেন ১২ এপ্রিল। সেখানে তাকে তাইকোয়ান্ডো প্রতিযোগিতায় ২০২৫ সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

বৃহস্পতিবার বন্দে ভারত ট্রেনে পুরুলিয়া ফিরে পূর্ণাশা বলেন, “সানিয়া মির্জা আমাদের কাছে প্রেরণা। তাঁর কাছ থেকে সম্মান পেয়ে জীবনের একটা আশা পূরণ হলো।”
Post Comment