insta logo
Loading ...
×

রিপাবলিক প্যারেডে দিল্লি কাঁপাবে পুরুলিয়ার ১০০ নাটুয়া শিল্পী

রিপাবলিক প্যারেডে দিল্লি কাঁপাবে পুরুলিয়ার ১০০ নাটুয়া শিল্পী

বিশ্বজিৎ সিং সর্দার, বলরামপুর:

এবার ছৌ নয় দিল্লির কর্তব্য পথে দেশের প্রজাতন্ত্র দিবসের মহোৎসবে শামিল হতে চলেছে পুরুলিয়ার নাটুয়া দল।

২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আর বাকি মাত্র এক মাস । ২০১৩ সালের প্রজাতন্ত্র দিবসে পুরুলিয়া ছৌ দেশে প্রথম স্থান অধিকার করেছিল। দেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়ে, ছৌ নৃত্যের নাম। সেই গল্পের কি পুনরাবৃত্তি হতে চলেছে ২০২৫ এর প্রজাতন্ত্র দিবসে?

দিল্লির রাজপথে রাজকীয় পদ্ধতিতে উদযাপিত হয় প্রজাতন্ত্র দিবস। এই অনুষ্ঠানে প্রধান অতিথিদের মধ্যে সামিল থাকেন মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ দেশের মান্যগণ্য ব্যক্তিরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন বিদেশ থেকে আগত অতিথি।

সেনাবাহিনীর কুচকাওয়াজ, বায়ুসেনার আকাশ পথে মহড়া অতিথিবৃন্দ সহ সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। অনুষ্ঠানে ভারতীয় সংস্কৃতির বিবিধের মাঝে মহান মিলনের রং ফুটিয়ে তোলার জন্য সামিল করানো হয়ে থাকে বিভিন্ন রাজ্যের সংস্কৃতিক ও লোকসংস্কৃতিক নৃত্য সংগীত অনুষ্ঠান।

এবার নৃত্য সংগীত অনুষ্ঠানের মধ্যে সামিল হতে চলেছে পুরুলিয়ার লোকসংস্কৃতি আঙ্গিক নাটুয়া নৃত্য।
দিল্লির সংগীত নাটক অ্যাকাডেমির আহবানে কর্তব্যপথে প্রজাতন্ত্র দিবসের মহৎ অনুষ্ঠানে সামিল হওয়ার ডাক পেয়েছে পুরুলিয়ার বলরামপুরের বীরেন কালিন্দির নাটুয়া নৃত্যের দল।
ডাক পাওয়ার সাথে সাথে পুরুলিয়ার বলরামপুরের রয়েল ছৌ এর বাগান বাড়িতে শুরু হয়ে গিয়েছে তাঁদের প্রস্তুতি।

গত ২০১৩ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যাওয়ার পূর্বে পুরুলিয়া ছৌয়ের ওস্তাদ এবং নৃত্য শিল্পী মিলিয়ে ১৫২ জনের দল বলরামপুরের রয়েল ছৌ অ্যাকাডেমির মাঠে প্রস্তুতি নৃত্যের পর পাড়ি দিয়েছিল দিল্লির উদ্দেশ্যে। এবছরও ওই একই মাঠে নাটুয়া শিল্পীদের প্রস্তুতি পর্ব লক্ষ্য করা গেল। আগামী ২০২৫ সালের প্রজাতন্ত্র দিবসে শুধু পুরুলিয়া নয় পশ্চিমবঙ্গের তরফ থেকে পুরুলিয়ার লোকসংস্কৃতিকে তুলে ধরার জন্য, সামিল হতে চলেছে ওস্তাদ এবং শিল্পী মিলিয়ে ১০০ জনের নাটুয়া নৃত্য দল।

নাটুয়া দলের ওস্তাদ বীরেন কালিন্দী জানিয়েছেন, ২৭ ডিসেম্বর দিল্লি পৌঁছাচ্ছি। ১০০ জনের দল নিয়ে সেখানে একমাস ধরে আমাদের মহড়া চলবে।

Post Comment