insta logo
Loading ...
×

ঠাণ্ডার পর গরমেও ফার্স্ট বয় পুরুলিয়া

ঠাণ্ডার পর গরমেও ফার্স্ট বয় পুরুলিয়া

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালো সর্বোচ্চ তাপমাত্রা। চৈত্রের শুরুতেই দিনভর পুরুলিয়ায় বইল লু। ঠাণ্ডায় নভেম্বরেই ফার্স্ট বয় হয়েছিল পুরুলিয়া৷ গরমেও সেই একই ফল। তবে দুপুর থেকে মেঘ আর কোথাও কোথাও দুয়েক পশলা বৃষ্টি তাপপ্রবাহ থেকে কিছুটা রেহাই দিয়েছে পুরুলিয়াবাসীকে। সোমবার পর্যন্ত পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা এর আশেপাশে থাকবে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। বুধবার থেকে বিকালের দিকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। ২৩ শে মার্চ পর্যন্ত ঝড়-বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। সেই সঙ্গে বজ্রপাত। ৫০ থেকে ৭০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে পুরুলিয়া সহ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে।
রবিবার পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.১ ডিগ্রি সেন্টিগ্রেড। পশলা খানেক বৃষ্টি হয় পুরুলিয়া শহরে। জেলার কোনও কোনও এলাকায় একটু বেশি বৃষ্টি পাত হলেও জেলায় গরম কমেনি।
কয়েক দিনে জলস্তর কিছুটা নেমেছে। গত বর্ষায় ভালো বৃষ্টি হওয়ায় এখনই অবশ্য
জলকষ্টের পরিস্থিতি হয়নি পুরুলিয়ায়। কিন্তু পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা মার্চের মাঝামাঝিতে যেভাবে ৪০ ছাড়িয়ে গেল তাতে আশঙ্কা থেকেই যাচ্ছে।

(সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেন্টিগ্রেডে। আবহাওয়া দপ্তর সূত্রে প্রাপ্ত )

তারিখ পুরুলিয়া
১২মার্চ ৩৫.৩
১৩ মার্চ ৩৭.৭
১৪ মার্চ ৩৮.৩
১৫ মার্চ ৩৯.৭
১৬ মার্চ ৪০.১

Post Comment