insta logo
Loading ...
×

শীতের কামড়ে রূপার পদক পুরুলিয়ার!

শীতের কামড়ে রূপার পদক পুরুলিয়ার!

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

গ্যাংটককে শীতের দাপটে টপকে গেল পুরুলিয়া। রবিবার মরশুমের শীতলতম দিন রেকর্ড হলো রুখামাটির জেলায়। পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ৫.৯ ডিগ্রি সেলসিয়াস। তেমনটাই জানাচ্ছে ভারত সরকারের আবহাওয়া দপ্তরের কলকাতা আঞ্চলিক কেন্দ্র। দার্জিলিং এগিয়ে সামান্য। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা আজ ৫.৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পতনে গ্যাংটককেও পিছনে ফেলে দিয়েছে পুরুলিয়া। আজ গ্যাংটকের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৯ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল থেকেই শীতের ছোবল জবুথবু করে রেখেছে পুরুলিয়ার শহর থেকে গ্রামকে। আক্ষরিক অর্থেই হাড় কাঁপানো ঠান্ডা। আগুন পোহানোর দৃশ্য সেই রাতভোর থেকে অনেক বেলা পর্যন্ত দেখা যায়। আর এই আগুন পোহাতে গিয়ে বিপত্তি ঝালদায়। আগুনে পুড়ে মারা গেলেন এক বৃদ্ধা। শনিবার রাত্রে পুরুলিয়া জেলার ঝালদা আনন্দবাজারের বাসিন্দা শান্তিবালা বৈষ্ণব(৭০)। শীতের কামড় থেকে বাঁচতে আগুনে হাত পা সেঁকছিলেন। হঠাৎ সেই সময় তাঁর পরনের শাড়ি চাদরে আগুন লেগে যায়। আগুনে পুড়ে যান তিনি। বাড়ির লোকজন তড়িঘড়ি আগুন নিভিয়ে স্থানীয় ঝালদা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় বৃদ্ধাকে। সেখান থেকে বৃদ্ধাকে আশঙ্কাজনক অবস্থায় রেফার করা হয় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটে। চিকিৎসা চলাকালীন আজ রবিবার বৃদ্ধার মৃত্যু হয়।

Post Comment