বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া :
এবার পুজোয় দিল্লি কাঁপাবে পুরুলিয়া৷ জঙ্গলমহলের ঐতিহ্য ছৌ নাচ নিয়ে রাজধানীর পথে পুরুলিয়ার ছৌ শিল্পীরা। বরাভূম স্টেশন থেকে সোজা দিল্লি। পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নৃত্য প্রদর্শিত হবে দিল্লির নয়ডা,গুরগাঁও, কালীবাড়ি, এবং আইসিসিআর-এর মত বিভিন্ন জায়গার দুর্গোৎসবের মঞ্চে। ছৌ নাচের মধ্য দিয়ে মহিষাসুরমর্দিনী পালা দেখাবেন তারা। মোট ২১-জন শিল্পীর দল এখন দিল্লিতে। আজ ৮ অক্টোবর থেকে তাদের প্রদর্শনী অনুষ্ঠান শুরু। চলবে ১২ তারিখ পর্যন্ত। রাজধানী দিল্লি এবার পুজোয় স্বাদ পাবে জঙ্গলমহলের নিজস্ব সংস্কৃতির।
দিল্লি সফরে ২১ জনের দলে শুধু ছৌ শিল্পীরা নন, রয়েছেন বলরামপুর থানার অন্তর্গত ঢাকীদের গ্রাম পাঁড়দ্দা গ্রামের তিনজন ঢাকির দল। রয়েছে ১৪ বছর বয়সী এক কিশোর শিল্পীও। প্রখ্যাত নাটুয়া শিল্পী হাঁড়িরাম কালিন্দির ভাইপো সে। নাম বিশ্বনাথ কালিন্দী। হাঁড়িরাম কালিন্দীর অনুপ্রেরণায় শিল্পী জীবনে প্রথমবার দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে সে।
মুখোশের আড়ালে থাকে মুখ। সে মুখে দারিদ্র্য আর জীবন যন্ত্রণার ছাপ পড়ে বই কি! কিন্তু এখন তাদের মুখে সে যন্ত্রণা ছাপিয়ে গর্বের ঔজ্জ্বল্য। দিল্লি জয়ের আনন্দ।
Post Comment