insta logo
Loading ...
×

পুলিশ না ভূত! হাতে বন্দুক

পুলিশ না ভূত! হাতে বন্দুক

নিজস্ব প্রতিনিধি, বলরামপুর :

মঙ্গলবার রাত। পুরুলিয়া – জামশেদপুর জাতীয় সড়কে দাঁতিয়া এলাকা। চলছে আন্তঃরাজ্য সীমানায় বলরামপুর থানার পুলিশের বিশেষ নাকা। এমন সময় দেখা গেল ঝাড়খণ্ড দিক থেকে হেঁটে আসছে এক যুবক। ধীরে সুস্থে। হঠাৎ পুলিশ দেখে ভূত দেখার মতো চমকে উঠে পিঠটান দিতে চায় সে। পুলিশের মনও সাংঘাতিক। তৎক্ষনাৎ তাকে ধাওয়া করে পেড়ে ফেলে তারা।কথা বার্তায় অসঙ্গতি বুঝতে পেরে পুলিশ ওই যুবকের তল্লাশি শুরু করে। তারপর পুলিশেরই চোখ চড়কগাছ। ওই যুবকের কোমর থেকে এক রাউন্ড গুলি ভর্তি একটি পাইপ গান! সাথে সাথে তাকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করল পুরুলিয়ার বলরামপুর থানার পুলিশ।ধৃতের নাম রাকেশ পোদান ওরফে রাজ। বছর ৩৬ এর ওই যুবকের বাড়ি ছত্তিশগড়ের রাইপুর জেলার কুহুরী এলাকার মৌধা পাড়ায়। বুধবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে তার ১৪ দিনের জেল হেফাজত হয়। কেন সে আগ্নেয়াস্ত্র সহ পুরুলিয়া এসেছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Post Comment