বাঘমুন্ডিতে বরাত জোরে বাঁচলেন যুবক
নিজস্ব প্রতিনিধি, বাঘমুন্ডি: ফুটবল খেলতে যাওয়ার পথে সাক্ষাৎ ‘গণেশ ঠাকুর’-র
মুখোমুখি! রবিবার সকালে অযোধ্যা পাহাড়তলির বাঘমুন্ডির নিশ্চিন্তপুর গ্রামের কাছে বুনো হাতির শুঁড়ের ধাক্কায় মাটিতে পড়েও বরাত জোরে প্রাণে বাঁচেন এক যুবক। বন দফতর জানিয়েছে, বছর ২২-র ওই যুবকের নাম রাজেশ মান্ডি।
তার বাড়ি নিশ্চিন্তপুর গ্রামেই। বন কর্মীরা তাকে উদ্ধার করে পাথরডি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখানেই চিকিৎসা চলছে তার।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, অযোধ্যা পাহাড় থেকে দলছুট একটি দাঁতাল নিশ্চিন্তপুর এলাকায় চলে আসে। সেই সময় জঙ্গল পথ ধরে ওই যুবক ফুটবল খেলতে একটি মাঠে যাচ্ছিলেন। তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন। সেই সময় রাজেশ বুনো হাতির মুখোমুখি পড়ে যান। ওই যুবকের সঙ্গে থাকা কয়েকজন দ্রুত পালিয়ে যেতে পারলেও আচমকা বুনোহাতির মুখোমুখি পড়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে যায় রাজেশ। ফলে তার সঙ্গীদের সঙ্গে পালাতে পারেননি। ফলে ওই দাঁতাল তার পথ থেকে ওই যুবককে শুঁড় দিয়ে সরিয়ে দেয়। ফলে ধাক্কা লেগে মাটিতে পড়ে জ্ঞান হারান ওই যুবক। পুরুলিয়া বন বিভাগের এক কর্তা জানান, হাতিকে বিরক্ত না করলে ওই বন্যপ্রাণ ক্ষতি করে না। ইতিমধ্যেই এই খবর চলে যায় বাঘমুন্ডি বনাঞ্চল কার্যালয়ে। ততক্ষণে গ্রামের মানুষজন নিশ্চিত হয়ে যান ওই যুবককে পিষে দিয়েছে হাতি। যদিও ঘটনাস্থলে যাওয়ার পর বনকর্মীরা দেখেন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন ওই যুবক। এরপরেই দ্রুত ওই যুবককে বন কর্মীরা উদ্ধার করে পাথরডি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখানেই কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরে। বর্তমানে হাতিটি নিশ্চিন্তপুর জঙ্গলেই রয়েছে।
Post Comment