নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :
৭.৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছে পারদ। পুরুলিয়ায় মরশুমের শীতলতম দিন আজ। এখানেই শেষ নয়,বরং এ যেন জমাট রক্ষণ নিয়ে ইনিংসের শুরু। অন্তত তেমনটাই জানা যাচ্ছে আবহাওয়া দপ্তরের প্রকাশিত বুলেটিন থেকে। পুরুলিয়া সহ পাঁচ জেলায় শৈত্যপ্রবাহর সতর্কতা জারি হয়েছে। আগামী ১৫ তারিখ অবধি শৈত্যপ্রবাহর সতর্কতা আপাতত। নিম্নচাপের ভ্রূকুটি সরতেই পারদ হু হু করে নামছে। পুরুলিয়া সহ পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়ায় জারি হয়েছে সতর্কতা। আগামী বুধবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রার পারদ নামবে আরও কিছুটা।
সকাল থেকেই কুয়াশার চাদর ঢেকে দিচ্ছে এলাকা। দৃশ্যমানতা ২০০ মিটারের মধ্যে থাকতে পারে বলে অনুমান আবহাওয়া দপ্তরের। দুর্ঘটনার এড়াতে রাত ও ভোরের দিকে যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে দপ্তর।
আবাহাওয়া দপ্তরের বুলেটিনে শীতকে পুরুলিয়ার মানুষের জন্য সহনীয় বলে ব্যাখ্যা করা হলেও সতর্কতা জারি হয়েছে বয়স্ক, শিশু এবং দীর্ঘকাল ধরে অসুস্থদের জন্য। ভোর ও রাতে দীর্ঘক্ষণ শীতে বাইরে না থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। প্রয়োজনীয় গরম কাপড় পরার পরামর্শও দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে গৃহপালিত পশু পাখিদের শীতের হাত থেকে বাঁচিয়ে রাখার পরামর্শ।
Post Comment