insta logo
Loading ...
×

আজ কার্নিভালে রঙিন হবে শহর পুরুলিয়া, শামিল ৬০০ লোকশিল্পী

আজ কার্নিভালে রঙিন হবে শহর পুরুলিয়া, শামিল ৬০০ লোকশিল্পী

পুরুলিয়া মিরর ডিজিটাল ডেস্ক: আর কয়েক ঘণ্টা পরেই মাতৃপ্রতিমা নিয়ে পুরুলিয়ায় আরেক উৎসব কার্নিভাল। প্রস্তুতি প্রায় সম্পন্ন। আজ সোমবার বিকাল সাড়ে চারটা থেকে পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে ওই কার্নিভাল হবে। মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন থেকে প্রতিমা নিয়ে শোভাযাত্রায় শামিল হবে জেলার অন্যতম সেরা ১০ টি পুজো কমিটি। ফি বছরের মত এবারও মূল মঞ্চ থাকবে শহরের ট্যাক্সি স্ট্যান্ডে। এই উৎসবকে ঘিরে নিরাপত্তা আটোসাঁটো করেছে পুরুলিয়া জেলা পুলিশ। একাধিক দপ্তরের সমন্বয়ে শেষ পর্বের প্রস্তুতি চলছে। বিভিন্ন লোক আঙ্গিক ছৌ, ঝুমুর, নাটুয়া, টুসু, ভাদু, বাহা করমের প্রায় ৬০০ জন লোকশিল্পী এই উৎসবে শামিল হবেন। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সিদ্ধার্থ চক্রবর্তী বলেন, “প্রস্তুতি প্রায় শেষ পর্বে। এই উৎসবে মোট ১০ টি পুজো কমিটি থাকছে। কার্নিভালে অংশ নেবেন প্রায় ৬০০ জন লোক শিল্পী।”
যে ১০ টি পুজো কমিটির মাতৃপ্রতিমা এই উৎসবে অংশ নেবেন তাদের মধ্যে নজর কাড়া থিম রয়েছে গৌতম বুদ্ধের শান্তির বার্তা। এছাড়া একাধিক পুজো কমিটির থিম সবুজায়ন, পরিবেশকে বাঁচানোর বার্তা অর্থাৎ ‘একটি গাছ একটি প্রাণ।’ তবে ১০ টি পুজো কমিটির সবকটিরই মাতৃপ্রতিমা থাকছে না। কয়েকটি কমিটির প্রতিমা বিসর্জন হয়ে গিয়েছে। এই উৎসবকে ঘিরে পুরুলিয়া জেলা পুলিশের চার স্তরীয় নিরাপত্তা বলয় থাকবে। থাকছে সিসিটিভিতে নজরদারি। সেইসঙ্গে উইনার্স টিম, পিঙ্ক বাহিনীও মোতায়েন থাকবে। এই উৎসব চলাকালীন শহর পুরুলিয়ার ট্যাক্সি স্ট্যান্ড এলাকায় যাতায়াত বন্ধ থাকবে। ফি বছরের মত এবারও কার্নিভালকে ঘিরে এই শহরের মানুষজনের উন্মাদনা তুঙ্গে। এই উৎসব দেখতে জেলার গ্রামীন এলাকার মানুষজনও ভিড় জমান।
যে ১০ টি পুজো কমিটি এই কার্নিভালে অংশ নেবেন সেই মণ্ডপ গুলি হল পুরুলিয়া শহরের রেনি রোড দেবীমেলা, নিতুড়িয়ার সরবড়ি, রঘুনাথপুর মিশন রোড সার্বজনীন, পুরুলিয়া শহরের আমলাপাড়া, মানবাজার গ্রাম্য যোগা আশ্রম, শহর পুরুলিয়ার নর্থলেক রোড, তেলকল পাড়া, অলঙ্গীডাঙ্গা, মানবাজারের ইন্দকুড়ি ও পুরুলিয়া শহরের সরকারপাড়া সার্বজনীন। এভাবেই শোভাযাত্রায় সামিল হবে এই পুজো কমিটি গুলি।

Post Comment