insta logo
Loading ...
×

বদলি হলেন পুরুলিয়ার পুলিশ সুপার, জেলা পুলিশে বড়ো রদবদল

বদলি হলেন পুরুলিয়ার পুলিশ সুপার, জেলা পুলিশে বড়ো রদবদল

নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া

রাজ্য পুলিশের বড়সড় বদলির তালিকায় বিশেষ করে নজর কাড়ল পুরুলিয়া জেলা। একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে। বদলি হলেন বর্তমান পুলিশ সুপার থেকে শুরু করে একাধিক অ্যাডিশনাল এসপি—সব মিলিয়ে জেলায় কার্যত নতুন সাজ।

পুরুলিয়ার বর্তমান পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে মালদার এসপি পদে। অন্যদিকে, পুরুলিয়ার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন বৈভব তিওয়ারি। এর আগে তিনি ছিলেন বাঁকুড়ার এসপি।

জেলার হেডকোয়ার্টার্স পুলে গুরুত্বপূর্ণ বদল—হাওড়া (রুরাল) থেকে অ্যাডিশনাল এসপি (রুরাল) পদে থাকা ড. জর্জ অ্যালেন জনকে আনা হচ্ছে পুরুলিয়ায় অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার পদে।

অপারেশনস উইংয়েও রদবদল—বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসনের ডিএসপি উৎপল মিত্রকে আনা হচ্ছে পুরুলিয়ার অ্যাডিশনাল এসপি (অপারেশনস) পদে। অন্যদিকে, পুরুলিয়ার অ্যাডিশনাল এসপি (অপারেশনস) হিসেবে দায়িত্বে থাকা যোধাবর অভিনাশ ভীমরাওকে পাঠানো হয়েছে আলিপুরদুয়ারে অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার করে।

সব মিলিয়ে পুরুলিয়ার পুলিশ কাঠামোয় বড়সড় পরিবর্তন।

Post Comment