insta logo
Loading ...
×

জমি সমস্যায় জয়চন্ডী পাহাড়ের রাস্তা বেহাল, মুখ ফেরাচ্ছেন পর্যটকরা

জমি সমস্যায় জয়চন্ডী পাহাড়ের রাস্তা বেহাল, মুখ ফেরাচ্ছেন পর্যটকরা

শুভদীপ চৌধুরি, রঘুনাথপুর

জমি সমস্যায় পর্যটন কেন্দ্র জয়চন্ডী পাহাড়ে রাস্তার কাজ অসম্পূর্ণ অবস্থাতেই পড়ে রয়েছে। অথচ পুজো থেকেই শুরু হচ্ছে পর্যটনের মরসুম।
পর্যটকদেরকে ঘিরেই এলাকার একাংশের রুটি-রুজিও চলে। কিন্তু রাস্তা বেহাল থাকায় গত বছর থেকেই জয়চন্ডী পাহাড় থেকে মুখ ফেরাচ্ছেন পর্যটকরা। তাহলে কি এবারও এই পরিস্থিতি হবে? এখন সেটাই প্রশ্ন এই পাহাড়তলির মানুষজনের। এই রাস্তা পুরুলিয়া জেলা পরিষদের মাধ্যমে রূপায়িত হচ্ছে। পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন, ” ওখানে জমির সমস্যার কারণে কাজ থমকে রয়েছে। তবে আমি যতটুকু জানি জমির সমস্যা মেটানোর প্রক্রিয়াতে রয়েছে। বিষয়টি দেখছি। “
প্রয়াত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় ‘হীরক রাজার দেশে’ সিনেমার বেশ কয়েকটি অংশের শুটিং হয় এই জয়চণ্ডী পাহাড়ের কোলে। তারপর থেকেই এই পাহাড়ের নাম হয়ে গিয়েছে ‘হীরক রাজার দেশ’। এখন এই পাহাড় রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র। আর তাই এই পাহাড়ে বেড়াতে আসেন দূর দূরান্ত থেকে। কিন্তু ওই বেহাল রাস্তা ধরেই পর্যটক থেকে সাধারণ মানুষজনকে রুটি-রুজির জন্য এই পাহাড়ের পাদদেশের রাস্তা ধরে যাতায়াত করতে হয়। বর্ষাকালে পাহাড়ের পাদদেশে কাঁচা রাস্তা ও জমা জলের জন্য নাজেহাল অবস্থা হয় সকলের। এই পাহাড় এলাকায় বেশ কয়েকটি জায়গায় জমে রয়েছে জল। বেহাল অবস্থা পাহাড় সংলগ্ন রাস্তাঘাটের। ফলে সমস্যার মুখে পড়তে হচ্ছে নিত্যযাত্রী থেকে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের। স্থানীয় বাসিন্দা ধনঞ্জয় বাউরি, নিত্যযাত্রী জিতেন পরামানিক বলেন, “পাহাড় সংলগ্ন যে সমস্ত রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি বর্ষায় সেই সমস্ত রাস্তা প্রায় অনেকটাই বেহাল হয়ে রয়েছে। জলও জমে আছে। তাই যাতায়াতে বেশ অসুবিধার মুখেই পড়তে হচ্ছে। পাকা রাস্তা থাকলে যাতায়াতে সুবিধা হতো।” এলাকার মানুষের ক্ষোভ, জয়চণ্ডী গ্রাম থেকে বেশ কিছুটা রাস্তা পাকা থাকলেও তারপর থেকে পাহাড় সংলগ্ন রাস্তা অনেকটাই কাঁচা। এই রাস্তা কবে হবে এখন সেটাই প্রশ্ন পাহাড়তলির মানুষজনের।

Post Comment