নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া : ব্যবসায়ীর হারিয়ে যাওয়া ২ লক্ষ টাকা ফিরিয়ে দিয়ে প্রশংসা কুড়োল পুলিশ। বুধবার লক্ষ্মী পুজোর দিন পুরুলিয়া সদর থানায় ওই ব্যবসায়ীর হাতে সেই হারিয়ে যাওয়া টাকা ফিরিয়ে দেয় পুরুলিয়া জেলা পুলিশ।
পুরুলিয়া জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৪ অক্টোবর বলরামপুর থানা এলাকার বাসিন্দা রাজকুমার কেডিয়া তার দোকানের জিনিসপত্র কেনাকাটার জন্য ব্যাগে থাকা নগদ ২ লক্ষ টাকা একটি টোটোতে ভুলবশত ফেলে যান। পুরুলিয়ার ডিএসপি ( শৃঙ্খলা ও প্রশিক্ষণ ) শাশ্বতী শ্বেতা সামন্ত জানান, “গত ১৪ অক্টোবর এসবিএসটিসি বাসে করে বলরামপুরের এক খুচরো ব্যবসায়ী বাজার করার উদ্দেশ্যে পুরুলিয়া বাসস্ট্যান্ডে নামেন। পরবর্তী সময়ে টোটোতে করে একটি ব্যাগে ২ লক্ষ টাকা নিয়ে বাজারে যান। কিন্তু ভুলবশত ওই টাকার ব্যাগ তিনি টোটোতেই ছেড়ে আসেন। এরপর তিনি পুরুলিয়া সদর থানায় অভিযোগ জানান। এরপরই পদক্ষেপ নেওয়া হয়।”
অভিযোগ পাওয়ার সাথে সাথেই তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজের মাধ্যম দিয়ে পুলিশ জানতে পারে টোটো চালকের নাম ও বাড়ি। তার নাম তপন প্রামানিক। বাড়ি আড়শা থানার সটরা গ্রামে। এরপর পুলিশ টোটো চালকের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে ওই টোটো চালক জানান, একটি ব্যাগ তার টোটোতে পেয়েছিলেন। যা যত্ন করে বাড়িতে রেখে দিয়েছেন। যিনি ভুলে গিয়েছেন তিনি চাইলে দেবেন বলে। এরপরই তিনি ওই ব্যাগ পুলিশকে ফিরিয়ে দেন। নিজের টাকা ফিরে পাওয়ার পর পুলিশের প্রশংসায় পঞ্চমুখ ওই ব্যবসায়ী রাজকুমার কেডিয়া।
Post Comment