বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া:
ডাকাতি থেকে খুনের কিনারা। সেই সঙ্গে ঝাড়খন্ড সীমান্তবর্তী এলাকায় অপরাধ রুখে দেওয়া। দুষ্কৃতীদের সমাজের মূল স্রোতে ফেরানো। এমন অসামান্য কাজের সুবাদে পুরস্কৃত হবেন পুরুলিয়া জেলা পুলিশের সাব ইন্সপেক্টর জয়ন্তকুমার চক্রবর্তী। আগামী ৬ই নভেম্বর তাঁর হাতে রাজ্য পুলিশের তরফে এই ডিজিপি’স কমেন্ডেশন ডিস্ক প্রদান করা হবে। রাজ্য পুলিশে গত বছর থেকেই এই পুরস্কার প্রদান শুরু হয়েছে। গত বছর এই পুরস্কার পান পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এবারও এই পুরস্কারে পুরুলিয়ার নাম থাকায় জেলা পুলিশ গর্বিত। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ” এই পুরস্কার ওই অফিসারকে আরও ভালো কাজ করতে উৎসাহ দেবে। “
নদীয়ার কৃষ্ণগঞ্জ-র
ভাজনঘাট এলাকার বাসিন্দা এই পুলিশ আধিকারিক। তাঁর বয়স ৫৩। ২৮ বছরের বেশি সময় ধরে পুলিশের কাজ করছেন। ১৯৯৫ সালের ৪ ঠা ডিসেম্বর কনস্টেবল হয়ে তাঁর পুলিশের চাকরির জীবনের শুরু। রাজ্য পুলিশের ১১ নম্বর সশস্ত্র বাহিনীর কনস্টেবল ছিলেন তিনি। ২০০৩ সালের ৪ ঠা ডিসেম্বর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে উন্নীত
হন। সেই সময় বর্ধমানে পোস্টিং হয় তাঁর। ২০০৪ সাল থেকে তিনি বিভিন্ন থানায় কর্মরত রয়েছেন। ২০১৩ সালের ২০ মার্চ তিনি সাব ইন্সপেক্টর পদে উন্নীত হন। এই দীর্ঘ কর্মজীবনে তিনি পুরুলিয়া মফস্বল, নিতুড়িয়া, বান্দোয়ান, জয়পুর, রঘুনাথপুর, ঝালদা থানা সহ ওই এলাকার তুলিন ফাঁড়িতে কর্মরত ছিলেন। সেখানে অফিসার ইনচার্জ থাকার সময়ই ওই সীমানাতে অপরাধে রাশ টানেন।
সাম্প্রতিককালে তিনি যেসব সাফল্য পেয়েছেন তার মধ্যে অন্যতম হলো সেনকো লুটের ঘটনার কিনারা। ওই ঘটনার কিনারার সাফল্যে তাঁর অন্যতম অবদান রয়েছে। এছাড়া পুরুলিয়া মফস্বল থানার নদিয়াড়া, রেলশহর আদ্রা, আড়শায় ডাকাতির কিনারা, জোড়া খুন করে বাঘমুন্ডিতে মৃতদেহ ফেলে যাওয়া ঘটনার কিনারায় তাঁর অবদানও উল্লেখযোগ্য। এছাড়া শহর পুরুলিয়ার এটিএম থেকে ৩৬ লাখ টাকা লুঠ, বাঘমুন্ডি চন্দন কাঠ চুরি, পুরুলিয়া শহরের গাড়ি চুরির ঘটনায় যুক্ত ছিল বিহারের ঔরঙ্গবাদের দুষ্কৃতীরা। সেই ঘটনার কিনারাতেও তাঁর ভূমিকা ছিল। এছাড়া ২০২২ সালে ঝালদার কুকি এলাকায় গাছে দড়ি দিয়ে বেঁধে ডাকাতির ঘটনায় ৬ জন ডাকাতকে ভিন রাজ্য থেকে গ্রেফতার করেন। এর আগেও তিনি একাধিক শিরোপা পেয়েছেন। সম্প্রতি তিনি ‘পুলিশ মেডেল ফর মেরিটোরিয়াস’ সার্ভিস-র শিরোপা পান। জঙ্গল যুদ্ধেও তিনি যথেষ্ট দক্ষ। পুরুলিয়া মফস্বলের কৈলাস কালিন্দী,
জয়পুরের বটম মুদির মত
দুষ্কৃতীদের তিনি মূল স্রোতে ফিরিয়ে নজর কাড়েন।
Post Comment