নিজস্ব প্রতিনিধি, রঘুনাথপুর
নাবালিকা ছাত্রীদের ওপর যৌন নিগ্রহের ঘটনায় ধৃত প্রধান শিক্ষকের পুলিশ হেফাজত হলো। শনিবার অভিযুক্ত ওই শিক্ষককে রঘুনাথপুর আদালতে তোলা হলে বিচারক ওই প্রধান শিক্ষককে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম জিতেন মণ্ডল। তিনি নিতুড়িয়ার একটি জুনিয়ার হাই স্কুলের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে কর্মরত। অভিযোগ, ওই প্রধান শিক্ষক ছাত্রীদের প্রতি অভব্য আচরণ করত। পাশাপাশি, কুরুচিকর ভাষায় কটুক্তি করারও অভিযোগ রয়েছে। এই ঘটনাগুলি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন অবিভাবকেরা। এরপর শুক্রবার অভিভাবকেরা বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষককে তালাবন্দি করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় নিতুড়িয়া থানার পুলিস। অভিযুক্ত ওই প্রধান শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। শুক্রবার অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়। এই অভিযোগের ভিত্তিতেই পকসো আইনে তাকে গ্রেফতার করা হয়।
Post Comment