insta logo
Loading ...
×

সাহেব বাঁধে মাছ চাষ করবেন? কী নিয়ম !

সাহেব বাঁধে মাছ চাষ করবেন? কী নিয়ম !

বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া :

নির্দিষ্ট ভাবে করতে হবে আবেদন। আর সেই আবেদনের মধ্য দিয়ে পুরুলিয়া জেলার গর্ব সাহেব বাঁধ অন্যান্য পুকুরে মাছ চাষ করতে পারবেন মৎস্যজীবীরা। তাই পুকুরে মাছ ছাড়ার জন্য পুরুলিয়া পৌরসভাতে দর প্রক্রিয়া গ্রহণের কাজ শুরু হয়েছে।
পুরুলিয়াতে পৌরসভার অন্তর্গত মোট ৫ টি পুকুর বা জলাশয় রয়েছে। এগুলিতে মাছ চাষ করার জন্য মৎস্যজীবী সমবায় সমিতি এবং স্বনির্ভর গোষ্ঠীদের আবেদনের প্রথম পর্ব অর্থাৎ ড্রপ বক্সে আবেদন পত্র দেওয়ার কাজ শুরু হয়েছে।

পুরুলিয়ার পৌর প্রধান নবেন্দু মাহালি বলেন, নতুন বাঁধ, রাজা বাঁধ, বুচা বাঁধ, পোকা বাঁধ এবং সাহেব বাঁধ মিলিয়ে পৌরসভার মোট পাঁচটি বাঁধে মাছ চাষ করার জন্য যে আবেদন প্রক্রিয়া, তা শুরু হয়েছে। যেখানে মৎস্যজীবী সমবায় সমিতি এবং স্বনির্ভর গোষ্ঠী গুলি আবেদন করতে পারবে।

তিনি আরও বলেন “এই প্রথমবার পৌরসভার অন্তর্গত জলাশয়গুলির রক্ষণাবেক্ষণ এবং মৎস্য চাষের জন্য ফিশারী দপ্তরের সহযোগিতায় নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে লিজ দেওয়ার বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে। পরবর্তী সময়ে মৎস্যজীবী সমবায় সমিতি এবং স্বনির্ভর গোষ্ঠীদের হাতে এই পুকুরগুলির রক্ষণাবেক্ষণ এবং মৎস্য চাষের দায়িত্ব দেওয়া হবে। প্রত্যেক গোষ্ঠী পাঁচ বছরের মেয়াদে লিজ পাবে।”

Post Comment