insta logo
Loading ...
×

৫ লাখে সাহেব বাঁধের মাছ

৫ লাখে সাহেব বাঁধের মাছ

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

বছরে প্রায় পাঁচ লক্ষ টাকার বিনিময়ে মিলল পুরুলিয়ার ঐতিহ্য সাহেব বাঁধে বছরভর মাছ ধরার অনুমতি। ৪লক্ষ ৮১ হাজার ৬০০ টাকা বার্ষিক দিয়ে এক বছরের জন্য নিবারণ সায়ের অর্থাৎ সাহেব বাঁধে বছরভর মাছ ধরার সুযোগ পেল নাগমাতা কেওট মৎস্যজীবী উৎপাদন সংস্থা। সম্প্রতি পুরুলিয়া পুরসভা পুর শহরের পাঁচটি পুকুরে মৎস্য চাষের জন্য দরপত্র আহ্বান করেছিল। তাতে সাড়া দিয়ে সাহেব বাঁধে মাছ ধরার সুযোগ পেল এই সংস্থা।

অন্যদিকে বার্ষিক ১ লক্ষ ৩১ হাজার টাকার বিনিময়ে বুচা বাঁধে মাছ ধরবে পুরুলিয়া টাউন ফিস প্রোডাকশন গ্রুপ। বছরে ৭৩ হাজার টাকায় পোকা বাঁধে মাছ ধরতে পারবে মা মনসা মৎস্য উৎপাদন গোষ্ঠী। নতুন বাঁধ এবং রাজা বাঁধের জন্য দরপত্র জমা দেননি কেউ। পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে পৌরপ্রধান নবেন্দু মাহালি বলেন, এক বছরের জন্য এই চুক্তি হয়েছে। পরবর্তী কালে নিয়ম অনুযায়ী টাকার পরিমাণ বৃদ্ধি করা হবে।

Post Comment