insta logo
Loading ...
×

ঘর মেলেনি, ঘেরাও পুরুলিয়া পুরসভা

ঘর মেলেনি, ঘেরাও পুরুলিয়া পুরসভা

বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া

মেলেনি প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘর। কেন্দ্রীয় সরকারের সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও বঞ্চিত হচ্ছেন বাউরি সমাজের সদস্যরা। আবাস যোজনার টাকা না পাওয়ায় মঙ্গলবার পুরুলিয়া পুরসভা ঘেরাও করলো বাউরি সমাজের মানুষজন। এদিন পুরুলিয়া পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কয়েকশো লোক প্ল্যাকার্ড, জাতীয় পতাকা ও ব্যানার হাতে নিয়ে বিক্ষোভ করেন। পুরুলিয়ার শহরের রাস্তায় মিছিল বের হয়। পুরুলিয়ার পুরপ্রধান নবেন্দু মাহালি বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এই জনজাতির মানুষজনের অনেকেই দিন মজুরি করে দিন যাপন করেন। তাদের অধিকাংশ লোকের কাঁচা বাড়ি আছে। যেগুলো খুবই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। অনেকের ঘর ঝড়ে ভেঙে গিয়েছে। বসবাসের ঘর না থাকায় ভাড়া বাড়িতেই থাকছেন। দিন মজুরির পয়সা দিয়ে ঘর ভাড়া শোধ করে, নুন কিনতে পান্তা ভাত ফুরিয়ে যাওয়ার পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। তাই অবিলম্বে তাদের পাওনা টাকা দেওয়া হোক এই দাবিতেই সরব তারা । ভোটের সময় নানান প্রতিশ্রুতি তাদের দেওয়া হলেও ভোট মিটে গেলে তাদের পাশে আর কাউকেই থাকতে দেখা যায় না। এদিন এই ক্ষোভ তারা পুরুলিয়া পুর কার্যালয়ে উগরে দেন।

Post Comment