নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া:
হিন্দুদের রক্তে রাঙা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনূসের হাত। তাঁর নোবেল কেড়ে নেওয়া হোক। সরাসরি নরওয়ের নোবেল কমিটিকেই এই প্রস্তাব দিয়ে চিঠি লিখলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। চিঠিতে তিনি জানিয়েছেন অশান্ত বাংলাদেশের প্রেক্ষিতে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল জয়ী মহম্মদ ইউনূসের নোবেল শান্তি পুরস্কার পুনর্বিবেচনা করা হোক। বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের পর সেখানের সংখ্যালঘুদের ওপর ক্রমাগত অত্যাচার বাড়ছে। চিঠিতে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনূসের নেতৃত্বে হিন্দুরা অকথ্য অত্যাচারের শিকার হয়ে গণহত্যার সম্মুখীন হচ্ছে। শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন যে ইউনূস তাঁর নাম আজ হিংসা, হত্যা ও অবিচারের সঙ্গে জড়িয়ে গিয়েছে। মহম্মদ ইউনূসের নেতৃত্বেই বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুরা চরম আক্রমণের শিকার হচ্ছেন।” তিনি আরও লিখেছেন, নোবেল পুরস্কারের ঐতিহ্য অক্ষুন্ন রাখতে নোবেল কমিটির উচিত মহম্মদ ইউনূসের নোবেল কেড়ে নেওয়া।
Post Comment