নিজস্ব প্রতিনিধি , পুরুলিয়া: যাচাই শেষে অপেক্ষমান তালিকা থেকে বাদ গেল বেশ কিছু নাম। এমনিতেই প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা ঘিরে পুরুলিয়া বারেবারে কুরুক্ষেত্র হয়ে উঠেছে। খোদ তৃণমূল প্রধান নিজের পঞ্চায়েতে তালা দিয়েছেন। এবার পরিস্থিতি আরও জটিল হতে পারে। প্রশাসন সূত্রে জানা গেছে যাচাই শেষে পুরুলিয়া জেলা জুড়ে আবাস প্লাস অপেক্ষমান তালিকার আপাতত ২৬ শতাংশ নাম বাদ পড়েছে। এটাই অবশ্য চূড়ান্ত তালিকা নয়। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে সহানুভূতির সঙ্গে বিবেচনা করে পুনরায় যাচাইয়ের কাজ চলছে। শুরু হয়েছে স্পেশাল চেকিং। বুধবার স্পেশাল চেকিংয়ে ছিলেন স্বয়ং জেলাশাসক রজত নন্দা। তিনি এদিন জয়পুর ব্লকের বড়গ্রাম গ্রাম পঞ্চায়েতের শিলফোঁড়ের কালিন্দীপাড়ায় যান। সেখানে তিনি নিজে তালিকা অনুযায়ী যাচাইয়ের কাজ করেন। তাঁর সঙ্গে ছিলেন পুরুলিয়ার অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) রানা বিশ্বাস। তিনি বলেন, “যাচাইকরণের কাজ প্রায় শেষ । এখন স্পেশাল চেকিং চলছে। ” পুরুলিয়া জেলায় আগামী ১৪ই নভেম্বরের মধ্যে চেকিং শেষ হয়ে যাবে। রাজ্যের নির্দেশ অনুযায়ী এবার মোবাইল অ্যাপের মাধ্যমে চেক করবে পুলিশও। পুরুলিয়া জেলায় আবাস প্লাসের অপেক্ষমান তালিকায় আছে ১ লাখ ১৮ হাজার আবেদন। সেইসঙ্গে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করা ৩ হাজার। সবে মিলিয়ে ১ লাখ ২১ হাজার আবেদনের যাচাইকরণের কাজ প্রায় শেষ। তাছাড়া প্রায় দেড় হাজার জনের যাচাইকরন এখনও বাকি। কারণ তাদের এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট নেই। কাদের নাম বাদ পড়ছে?
প্রশাসন সূত্রে জানা গেছে, মূলত যারা মারা গিয়েছেন, যাদের পাকা বাড়ি রয়েছে, যাদের অর্থনৈতিক অবস্থা ভালো, সম্পন্ন পরিবার অথচ আবাস প্লাসের অপেক্ষমান তালিকায় নাম ছিল তাদের নাম বাদ পড়েছে।

আবাস যোজনার তালিকায় বাদ পুরুলিয়ায়!
admin@puruliamirror.com
Add your Biographical Information. Edit your Profile now.
Post Comment