পুরুলিয়া মিরর ব্যুরো : বেআইনি কাড়া লড়াইয়ের ঘটনায় তিনজন জখম হওয়ায় কয়েক ঘণ্টার মধ্যেই চারজনকে গ্রেফতার করল পুলিশ। জয়পুর থানার রাঙ্গুনিটাঁড় গ্রামের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে জেলায়। এর মধ্যেই সোমবার আড়শায় আরেকটি কাড়া লড়াই রয়েছে। জখমদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তার নাম গোকুল মাহাতো। বাড়ি জয়পুর থানার বালিয়াগোড়া গ্রামে। বর্তমানে তিনি দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি। বাকি ২ জন জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। এই ঘটনায় জয়পুর থানার পুলিশ একটি স্বত:প্রনোদিত মামলা করে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শত্রুঘ্ন পরামানিক, নির্মল মাহাতো,সনাতন মাহাতো এবং বিবেকানন্দ মাহাতো। এদের সকলের বাড়ি জয়পুর থানার রঙ্গুনিটাড় গ্রামে। সোমবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে।
কাড়া লড়াই সম্পূর্ণভাবে বেআইনি। ‘প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু এনিমেল অ্যাক্ট’ কে সামনে রেখে ২০১৬ সাল নাগাদ পুরুলিয়া জেলা পুলিশ এই বেআইনি কাড়া লড়াই বন্ধ করতে পদক্ষেপ নেয়। কিন্তু সাবেক মানভূমের সংস্কৃতির অঙ্গ হিসাবে থাকা এই কাড়া লড়াই কে বাঁচাতে আন্দোলন শুরু হয় এই জেলায়। সেই আন্দোলনের জেরেই আবেগের কাছে হার মানতে হয় আইনকে। অতীতে এই কাড়া লড়াইকে ঘিরে একাধিকজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বহু। কিন্তু তারপরও শিক্ষা নেয় নি আয়োজকরা বলে অভিযোগ।রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে এই বিনোদন চলছে জঙ্গলমহল পুরুলিয়ায়। দুর্গাপুজোর পর থেকেই বনমহলের এই জেলায় কাড়া লড়াই-র পরব হয়ে থাকে। জয়পুরের এই ঘটনার পর কার্যত জেলা জুড়ে দাবি উঠছে এই ‘মারণ বিনোদন’ এবার বন্ধ হোক।
Post Comment