নিজস্ব প্রতিনিধি, ঝালদা: কপাল বোধহয় একেই বলে। ধনতেরসের দিন অনেকে যখন বাইক কিনছেন শুভ বিবেচনায়, তখন সেদিনই উধাও হওয়া বাইকের রিপোর্ট দায়ের করতে হলো। একেবারে দোকানের সামনে থেকে মোটরবাইক চুরি। মঙ্গলবার পুরুলিয়া জেলার ঝালদা থানায় এমনই চুরির অভিযোগ দায়ের করলেন এই থানার কাঁসরা গ্রামের বাসিন্দা নিপুরাসন মাহাতো। তিনি পুলিশকে জানিয়েছেন গত বৃহস্পতিবার সকালে তিনি মোটর বাইক নিয়ে ঝালদার বিরসা মোড়ে গিয়েছিলেন। ওইখানে এক গোলদারি দোকানের সামনে বাইক রেখে দোকানে যান। বেরিয়ে দেখেন তার মোটর বাইক উধাও। বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেও মোটর বাইকটির কোনো পাত্তা পাওয়া যায়নি। ফলে পুলিশের দ্বারস্থ হলেন তিনি।










Post Comment