insta logo
Loading ...
×

পুরুলিয়া যেন একটুকরো শান্তিনিকেতন

পুরুলিয়া যেন একটুকরো শান্তিনিকেতন

বিশ্বজিৎ সিং সর্দার, পুরুলিয়া :

পুরুলিয়া যেন হয়ে উঠল একটুকরো শান্তিনিকেতন। শান্তিনিকেতনী ধাঁচে দোল উৎসব পালন করল পুরুলিয়ার শক্তি সংঘ। শুক্রবার সকালে পুরুলিয়া শহরের চকবাজারে স্থিত শক্তি সংঘর পক্ষ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে।চকবাজার হরিবোল মেলা থেকে মেন রোড হয়ে ফের শক্তি সংঘেই ফিরে আসে এই শোভাযাত্রা। বিভিন্ন শিল্পীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় চকবাজার কালীমন্দিরের সামনে নেতাজি পার্কে। অনুষ্ঠান ঘিরে সদস্যদের সোৎসাহ অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো।

Post Comment