অমরেশ দত্ত, পুরুলিয়া:
বড়োদিনে রাজ্যের অন্যান্য প্রান্তের সাথে পাল্লা দিয়ে সেজে উঠেছে পুরুলিয়া শহর। সারাদেশে আনন্দোৎসবের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট ২৫ ডিসেম্বর বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্টধর্মাবলম্বীরা এই দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করেন পৃথিবী জুড়ে। দেশের বিভিন্ন স্থানে বড়দিন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন হচ্ছে। রাজ্যের অন্যান্য প্রান্তের সাথে পাল্লা দিয়ে সেজে উঠেছে পুরুলিয়া শহর।

রংবাহারি আলোক মালায় সেজে উঠেছে পুরুলিয়ার রাঁচি রোডের জিইএল চার্চ। সেজে উঠেছে বাসস্ট্যান্ডের সন্নিকটে অ্যাসেনসেন চার্চও। পুরুলিয়া শহরের রাস্তাঘাট সেজে উঠেছে আলোকমালায়। সমস্ত সম্প্রদায়ের মানুষের মনে প্রাণে খুশির জোয়ার। নানা বয়সের নারী-পুরুষ যেমন নতুন জামা কাপড়ে সেজেছেন, তেমনি আলোকসজ্জায় চার্চগুলি সাজানো হয়েছে। কেক কাটা, পিঠাপুলি, নাচ-গানসহ দিনব্যাপী নানা আনন্দ আয়োজনের মধ্য দিয়ে দিনটি উপভোগ করছেন প্রত্যেকে।
Post Comment