insta logo
Loading ...
×

ই গভর্নেন্সেও ফার্স্ট বয় পুরুলিয়া

ই গভর্নেন্সেও ফার্স্ট বয় পুরুলিয়া

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া :

কাগজপত্রের হাজার বায়নাক্কা নয়, অনলাইনে আবেদন, সটান অনলাইনে পরিষেবা। ই গভর্নেন্সে দেশের প্রতিটি পঞ্চায়েতকে আগ্রহী করতে ন্যাশনাল অ্যাওয়ার্ডের ব্যবস্থা আছে। আর এবার সেই তালিকাতেও জ্বলজ্বল করছে পুরুলিয়ার নাম। ন্যাশনাল ই-গভর্নেন্স অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে বাংলার ৭ পঞ্চায়েত। সেই তালিকায় রয়েছে পুরুলিয়ার কাশিপুর পঞ্চায়েত।

যে জেলাগুলোর পঞ্চায়েত রয়েছে এই তালিকায়, রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ সেইসব জেলাগুলির সংশ্লিষ্ট পঞ্চায়েতকে জানিয়ে দিয়েছে। সেখানকার-ই – গভর্নেন্সের নিরিখে রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও বিভাগে তথ্যসমূহ নিয়ে একটি ভিডিও পাঠাতে বলা হয়েছে। পরবর্তী সময়ে কেন্দ্রের পঞ্চায়েত মন্ত্রকে সেই ভিডিওগুলো পাঠাবে রাজ্য। তারপর এই বিষয়ে নির্বাচন করবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক।

ই-গভর্নেন্সের তালিকায় রাজ্যে অগ্রণী পুরুলিয়ার পুঞ্চা ব্লকের লাখরা গ্রাম পঞ্চায়েত। এরপর সেই তালিকায় আসতে চলেছে জঙ্গলমহল পুরুলিয়ার কাশিপুর ব্লকের কাশিপুর গ্রাম পঞ্চায়েত। কাশিপুর ব্লকের বিডিও সুপ্রিম দাস বলেন, ” আমাদের ব্লকের কাশিপুর গ্রাম পঞ্চায়েত ই- গভর্নেন্সে জাতীয় পুরস্কার পাওয়ার জন্য মনোনীত হয়েছে। এটা আমাদের কাছে গর্বের বিষয়। রাজ্যের তরফে এই সংক্রান্ত যে যে তথ্য এবং ভিডিও তা আমরা যথাসময়ে পাঠিয়ে দেবো। “

ই গভর্নেন্স যে সব গ্রাম পঞ্চায়েতে লাগু সেই সব গ্রাম পঞ্চায়েতগুলিতে জন্ম-মৃত্যু শংসাপত্র অনলাইনের মাধ্যমে মিলছে। পঞ্চায়েতের পরিষেবা পেতে কখনোই সেখানকার মানুষজনদের আর দুর্ভোগে পড়তে হয় না। নষ্ট হয়না সময়। হয়রানি থেকে রেহাই মেলে। ঘরে বসেই পরিষেবা পাওয়া যায়। অনলাইন পরিষেবা হওয়ায় স্বচ্ছতাতেও এগিয়ে গিয়েছে এই পঞ্চায়েতগুলি। অভিযোগ অনলাইনে জানালে তার চটজলদি সমাধান হয়ে যাচ্ছে। কারণ এই অনলাইনে জুড়ে রয়েছে রাজ্যের পঞ্চায়েত ও
গ্রামোন্নয়ন বিভাগ। অভিযোগের সুরাহা না হলে রাজ্যের নজরে পড়বে। তাই সেই কাজেও দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।

ন্যাশনাল ই-গভর্নেন্স অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে বাংলার ৭ পঞ্চায়েত। সেই পঞ্চায়েতগুলি হল আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের টুরটুরিখান্দা, হাওড়ার শ্যামপুর ২ নং ব্লকের বানেশ্বরপুর ২, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ১ নং ব্লকের মাঝিপাড়া পলাশি, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর ২ নং ব্লকের কালিয়াড়া ২, পূর্ব মেদিনীপুরের হলদিয়া ব্লকের
দেভোগ, হুগলির সিঙ্গুর ব্লকের মির্জাপুর- বঙ্কিপুর ও পুরুলিয়ার কাশিপুর ব্লকের কাশিপুর।

এখন দেখার পঞ্চকোটের রাজধানী শেষ ল্যাপের দৌড়ে সেরার শিরোপা ছিনিয়ে আনতে পারে কি না।

Post Comment